যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিনা সুলতানা (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিনা সুলতানা নওয়াপাড়া পীরবাড়ি এলাকার মুস্তাইন বিল্লার স্ত্রী।
এলাকাবাসী জানায়, বিকেলে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান রিনা। সন্ধ্যার দিকে তালতলা থেকে রাজঘাটের দিকে রেললাইন ধরে হাঁটতে দেখা যায় তাকে। এ সময় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি আসলে রিনা ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের পাশে ছিটকে পড়ে থাকে। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, রিনা সুলতানা নামের এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।