ভৈরবে আগুনে ১২ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর সাতমুখী এলাকার লালু-কালু পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি জুতার কেমিক্যাল ও মেটেরিয়ালসের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ মে) দিনগত রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব শহর ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার জুতা তৈরির কেমিক্যাল, মেটেরিয়ালস ও কার্টনসহ পণ্য ছিল। সবগুই অতি দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
দোকানদার ইউনুস মিয়া, জুনায়েদ ও মনা মিয়া জানান, তারা সর্বশান্ত হয়ে গেছেন। ব্যাংক লোন ও অন্যান্য ঋণের চাপের মধ্যে পড়ে তারা এখন দিশেহারা। তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।