পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

সড়কে পুলিশ ভ্যান। ছবি : এনটিভি অনলাইন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নীলিমা রানী (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীলিমা রানী উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চামটাবাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফেরার সময় কনস্টেবল আশিকের মোটরসাইকেলের ধাক্কায় নিজ বাড়ির সামনে ধান শুকাতে থাকা অবস্থায় নীলিমা রানী মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরার পথে কনস্টেবল আশিকের মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।