সালমান-আনিস-দীপু মনি আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার সোহেল হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র জনতার সঙ্গে মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশ নেন। তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তী সময়ে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন মামলা দায়ের করেন সোহেল রানা।