পটুয়াখালীতে আইস-ইয়াবাসহ আটক ৪

গ্রেপ্তারের প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ক্রিস্টাল মেথ বা আইস মাদক এবং ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস মাদক এবং আরও দুজনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। অভিযানে পটুয়াখালী ও কলাপাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।