ইরানে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ

ইরানে বছরের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয়ভাবে ভয় দেখানোর হাতিয়ার করে মৃত্যুদণ্ডকে ইরানে একটি পদ্ধতিগত ধরন হিসেবে ব্যবহার করা হয়েছে। খবর এএফপির।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, ২০২৫ সালের প্রথম অর্ধে তেহরানের মৃত্যুদণ্ড কার্যকর করার এই পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গেছে। আজ শুক্রবার জেনেভায় মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ইরানি কর্তৃপক্ষ বছরের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
রাভিনা শামদাসানি আরও বলেন, প্রকৃত চিত্র অন্যরকম হতে পারে। এটা হতে পারে আরও খারাপ, পর্যাপ্ত স্বচ্ছতার অভাবের কারণে। রাভিনা জানান, শুধুমাত্র জুলাই মাসেই কমপক্ষে ১১০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ২০২৪ সালের সংখ্যার প্রায় দ্বিগুণ।
রাভিনা শামদাসানি বলেন, উচ্চ হারে মৃত্যুদণ্ডের এই সংখ্যা ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি পদ্ধতিগত ধরনকেই নির্দেশ করে। এক্ষেত্রে জাতিগত সংখ্যালঘু ও অভিবাসীদের অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে তিনি আফগান, বেলুচ, কুর্দি ও আরব নাগরিকদের কথাও উল্লেখ করেন।
দেশটিতে এই বছরের প্রথম ছয় মাসে মাদক সংক্রান্ত অভিযোগের ঘটনায় ২৮৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলেও জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র শামদাসানি আরও উল্লেখ করেন, দেশটিতে প্রকাশ্যেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি বলেন, বছরের শুরু থেকে এ পর্যন্ত সাতজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ফাঁসি দেওয়ার সময় শিশুরাও উপস্থিত ছিল।