ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা ওয়াশিংটন ডিসিতে শুরু হতে যাচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তারা তিন দিনব্যাপী আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।
এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে।