গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক হলেন আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বহুতল বিপণী বিতান শাপলা মেনশনের সামনে জনৈক বাদশা মিয়া এক নারীকে কিল ঘুসি মারছিলেন। এ সময় নারীর সঙ্গে থাকা কয়েকজন যুবক চাপাতি দিয়ে বাদশা মিয়ার ওপর হামলা চালায়। আক্রান্ত বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়, পরবর্তীতে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। নারীর ওপর বাদশাহ মিয়ার হামলা এবং পরবর্তীতে বাদশা মিয়ার ওপর সন্ত্রাসীদের মামলার ঘটনা গুলো মোবাইলে ভিডিও ধারণ করছিলেন প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
হামলাকারীরা তুহিনকে ভিডিও ধারণ না করতে বলে এবং যেটা করেছে সেটা ডিলিট করতে বলে। এ সময় আসাদুজ্জামান তুহিন ঘটনাস্থল থেকে চলে যায় এবং রাস্তা মসজিদ মার্কেটে অবস্থান নেয়। হামলাকারীরা তাকে অনুসরণ করে মসজিদ মার্কেটে গেলে তুহিন দৌড়ে পাশের চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় তুহিনকে ধাওয়া করে এবং কুপিয়ে খুন করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হামলাকারীরা চিহ্নিত হয়েছে। তাদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত আসাদুজ্জামান তুহিনের লাশ মর্গে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সংশোধনী- স্থানীয় সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছিল চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান। তবে সিসিটিভি ফুটেজ পাওয়ার পর ঘটনা পরিষ্কার হয়েছে। তাই তথ্যটি সংশোধন করা হলো।