ইউএনওর বাসভবনে হামলা, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের ইটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের বাসভবনে হামলা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (১৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
ইটনা মিনি স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে হামলা হয়েছে বলে জানা গেছে। পরে বাসভবনে কর্মরত আনসার সদস্য মামলা করেন।
জানা গেছে, ইউএনওর কাছে খেলার পাশাপাশি জুয়া খেলার অভিযোগ ছিল। বিষয়টি তদন্তের স্বার্থে টুর্নামেন্ট বন্ধ রাখতে পুলিশকে নির্দেশ দেন ইউএনও। পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল বলেন, হঠাৎ করে ৩০০-৪০০ মানুষ উপজেলায় ঢুকে হট্টগোল শুরু করে। ইউএনওর বাসার সামনে চিল্লাচিল্লি শুরু করে।
ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি ছিল এই মাঠে যেন খেলাকে কেন্দ্র করে কোনো আইন বহির্ভূত কার্যক্রম যেমন জুয়া খেলা অনুষ্ঠিত না হয় এবং বড় ধরনের টুর্নামেন্ট খেলা না হয়। বড় ধরনের টুর্নামেন্ট খেলা হলে এলাকার ছেলেরা খেলতে পারে না, যার জন্য আমি বলেছিলাম বড় ধরনের টুর্নামেন্ট খেলা হলে আমাকে অবগত করার জন্য। এছাড়া মাঠে বৃষ্টির মধ্যে খেললে নষ্ট হয়ে যায়। কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে খেলার জন্য বলেছিলাম। তারা আমার কথা অমান্য করে যখন খেলতে থাকে তখন পুলিশ বাঁধা দেয়। পরে তারা উপজেলা এবং আমার বাসভবনের সামনে গিয়ে হুটগোল করে হামলা চালায়।
ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম আরও বলেন, দায়িত্বরত পুলিশ ও আনসারদের সঙ্গেও খারাপ আচরণ করে। এমন কী গাঁয়েও হাত তোলে। তখন আমি বাসভবনে ছিলাম না, আমার পরিবার ছিল। তারা জীবনের ঝুঁকিতে পড়ে যায়। বিষয়টা খুব নিন্দনীয় কাজ হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে আব্দুর নূর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।