দুর্যোগ প্রতিরোধে রৌমারীতে নির্মাণ হচ্ছে স্কুল কাম ফ্ল্যাড শেল্টার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুল কাম ফ্ল্যাড শেল্টার নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়।
অফিস সূত্রে জানা গেছে, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ হ্রাস কল্পে টেকসই অবকাঠামো (রিভার) প্রকল্প’ দেশের দুর্যোগ প্রবণ নদী বিধৌত এলাকায় ৫০০টি বহুমুখী স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। এরই অংশ হিসেবে রৌমারী উপজেলায় মোট ১০টি স্কুল কাম ফ্লাড শেল্টার নির্মাণ করা হবে।
প্রথম ধাপে রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রতিটি ভবনের নির্মাণ ব্যয় হবে প্রায় ৬ কোটি ৯৬ লাখ টাকা।
নির্মাণের পর সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে এবং দুর্যোগকালীন জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ডিডিসি কনসালটেশন ফার্মের ডিআরই আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী লিমন আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান এমজেসিএল-স্ট্যান্ডার্ড জেভির ডিপিএম আল আমিন, সাইট ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সাবেক এসএমসি সভাপতি আব্দুল মোমেন, সিইএম আরসিবি রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মো. আব্দুল মোমেন ও শাহনাজ খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, শামসুল আলম, মো. দাখিরুল ইসলাম, স্থানীয় সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।