নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

অর্থ বরাদ্দ না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে গেছে। এতে মুমূর্ষু রোগী ও প্রসূতিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বেসরকারি অ্যাম্বুলেন্স বা অন্য গাড়ি ভাড়া করে রোগীদের কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল সরবরাহকারী পাম্পে অগ্রিম বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখতে হয়েছে। হাসপাতালের হিসাব বিভাগ থেকে জানা গেছে, গত ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এ কারণে চলতি আগস্ট মাস থেকে পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।
নাচোল পৌরসভার বাসিন্দা গফুর আলী বলেন, এই হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স, তাও গত কয়েক দিন থেকে বন্ধ। এখন বেশি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে। শুনলাম, তেলের বরাদ্দ না আসায় গত ১৬ আগস্ট থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, তেলের পাম্পের প্রায় ১৬ লাখ টাকা বকেয়া থাকার কারণে এবং বরাদ্দ না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দের জন্য আবেদন করেছি। আশা করছি খুব শিগগিরই এই সংকট কেটে যাবে।
৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসাসেবা নেন। সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।