সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নিহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : ইউএনবির প্রতিবেদন থেকে নেওয়া
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পটিয়া উপজেলার আশাই ইউনিয়নের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) ও আব্দুল আলীমের ছেলে মো. তারেক (২০)। তারা উপজেলার আশাই ইউনিয়নের বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকার ডিলার আহমেদের বাড়িতে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় ট্যাংকটি পরিষ্কার করতে তারা দুজনে নেমেছিলেন।
দীর্ঘক্ষণ ট্যাংকের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন ও তারা মরদেহগুলো উদ্ধার করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।