পাথর লুটের ঘটনায় তদন্ত শুরু, সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিসভা কমিটি

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র এবং রেলওয়ে বাংকার এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে মন্ত্রিসভা বিভাগ গঠিত একটি তদন্ত দল। এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল সাদাপাথর এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এর আগে তদন্ত কমিটির সদস্যরা ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কার এলাকাও পরিদর্শন করেন। এ সময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটিতে জাহেদা পারভীন ছাড়াও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবরা অন্তর্ভুক্ত আছেন।
এদিকে, লুট হওয়া পাথর ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসনের দেওয়া তিন দিনের আলটিমেটাম সোমবার শেষ হয়েছে। প্রশাসন এ পর্যন্ত লুট হওয়া ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধারের কথা জানিয়েছে। এর মধ্যে ৬ লাখ ঘনফুট পাথর ইতোমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপনের জন্য ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাট এলাকায় আরও সাত লাখ ঘনফুট পাথর প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, পর্যায়ক্রমে উদ্ধার করা পাথরগুলো সাদাপাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করা হবে।