জমি অধিগ্রহণ জটিলতায় থেমে আছে সড়কের কাজ, দুর্ভোগ চরমে

নওগাঁর নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কের প্রশস্তকরণ কাজ তিন বছরেও শেষ হয়নি। জেলার বরুনকান্দি ঠেংভাঙা মোড় থেকে কীর্ত্তিপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক ১৮ ফিট থেকে ২৪ ফিট প্রশস্ত করার প্রকল্প বাস্তবায়ন করা হলেও জমি অধিগ্রহণে ৬২ কোটি টাকা ক্ষতিপূরণের জটিলতায় আটকে আছে কাজ।
জানা গেছে, ৬৮০ জন জমি মালিককে ক্ষতিপূরণের অর্থ দেওয়া বাকি থাকলেও ১০ শতাংশ টাকা কেটে নেওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এখনও ক্ষতিগ্রস্তরা সম্পূর্ণ টাকা পাননি। কিছু কিছু জায়গায় কাজও শেষ হয়নি। ফলে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, শহরের বালুডাঙ্গা বরুনকান্দি মোড় থেকে কীর্ত্তিপুর পর্যন্ত প্রশস্তকরণের কাজের দায়িত্ব ২০২২ সালে মেসার্স জামিল ইকবাল লিমিটেডকে দেওয়া হয়। কাজের জন্য ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনা অধিগ্রহণ করা হলেও জমি থেকে স্থাপনা সরানো বাবদ ১০ শতাংশ টাকা কেটে নেওয়া নিয়ে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের মধ্যে জটিলতা তৈরি হয়।
নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস চালক রফিকুল ইসলাম অভিযোগ করেন, অনেক দিন ধরেই রাস্তার এ অবস্থা। কিন্তু সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। রাস্তা যখন খারাপ ছিল, তখন কিন্তু কষ্ট ছিল না যতটা না রাস্তার কাজ শুরুর পর কষ্ট হয়েছে। এখন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, ক্ষতিপূরণের ৬২ কোটি টাকা জেলা প্রশাসন বরাবর অনেক আগেই হস্তান্তর করা হয়েছে। কিন্তু ডিসি অফিসের পক্ষ থেকে জমি হস্তান্তর না করার কারণে সড়কের কিছু কিছু জায়গায় কাজ শেষ করা সম্ভব হয়নি। জমি হস্তান্তর করা হলে খুব দ্রুত অসমাপ্ত সড়কের কাজ শেষ করা সম্ভব হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা বলেন, সড়ক বিভাগ থেকে দেওয়া একটি চিঠির কারণে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। এছাড়া ভূমি অধিগ্রহণের মালিকদের মধ্যে কিছু ঝামেলা রয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন। এমনকি আদালতে মামলা করেছেন। তারপরও জনগণের ভোগান্তি লাঘবের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ শতাংশ জটিলতার অবসান করা হয়েছে। জটিলতা থাকলেও আংশিক ক্ষতিপূরণ দিয়ে কাজ শুরু করা হবে। আশা করি, খুব দ্রুত এটি সমাধান হয়ে যাবে।
সোহেল রানা আরও বলেন, এ পর্যন্ত কতজনকে জমি ও স্থাপনার মূল্য বাবদ চেক দেওয়া হয়েছে তা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে।