দলের বাইরে গিয়ে কথা বলার দায় বিএনপি নেবে না : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য দিলে তার দায় বিএনপি নেবে না। ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দল বিব্রত হয়েছে। সেই কারণে তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। যারা বিএনপি করেন, এটি সবার জন্য একটি বার্তা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রকন সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সংগঠনের সভাপতি বিগেন হাগিদক প্রমুখ।
লিখিত বক্তব্যে বিগেন হাগিদক জানান, আগামী ৩০ আগস্ট দুপুর ২টায় ময়মনসিংহ টাউন হলে দেশের ১২টি জেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তিও উপস্থিত থাকবেন।
বিগেন হাগিদক আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা সবসময় দলের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের নির্দেশনায় আন্দোলনসহ ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এজন্য বিগত ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের দ্বারা বহু নেতাকর্মী মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন।