‘প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’
প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার জন্য নীলনকশা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে কুমিল্লার কালিবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।
নায়েবে আমির বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বিচার প্রক্রিয়া এখনও দৃশ্যমান নয়। এর মধ্যেই আমরা দেখছি পরিকল্পিতভাবে নির্বাচনের পথে এগোতে গিয়ে তিনি সম্ভাব্য কোনো শক্তির প্রতি মাথানত করছেন, যা দেশের মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছিল- নিরপেক্ষ থাকবে, সংস্কার করবে এবং বিচার দৃশ্যমান করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
ডা. তাহের আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সমাধান হওয়া অত্যন্ত জরুরি। এর মধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া এবং সেই ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করা অন্যতম। কিন্তু এসব না করে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যা সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা। আমরা এটি হতে দেব না। সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে।
তিনি আরও বলেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআরের মধ্যে কোনটি প্রাধান্য পাবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।
এ সময় সমাবেশে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম।