চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেশীয় অস্ত্রসহ আটক আজিম। ছবি : এনটিভি অনলাইন
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি দেশীয় এলজি বন্দুক ও রামদাসহ মো. আজিম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আজিম ওই গ্রামের বাসিন্দা।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) মধ্যরাতে কাকৈরখোলা গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় এলজি বন্দুক ও একটি রামদাসহ আজিমকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (এসআই) ছানা উল্লাহ বলেন, আটক আজিমের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।