চবিতে সংঘর্ষ : জরুরি বৈঠক ডেকেছে সিন্ডিকেট, মামলার প্রস্তুতি

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সংঘর্ষের ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টায় এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া সংঘর্ষের ঘটনায় আজ দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সংঘর্ষের পর চবি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ধরপাকড়ের আশঙ্কায় পুরুষশূন্য হয়ে গেছে সংঘাতকবলিত জোবরা গ্রাম।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, অভিযুক্তদের তথ্য ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহের পর মামলা করা হবে।