চবিতে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রুপন নাথ।
সংঘর্ষের ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে ইমরান, হাসান ও রাসেল সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার বিকেলেই এনটিভি অনলাইনকে ৯৫ জনের নাম উল্লেখসহ ৮০০ থেকে এক হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) মো. রাসেল।