শহীদ সাকিব-রায়হান হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজশাহী নগরীতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত দুই শিক্ষার্থী রায়হান আলী ও সাকিব আনজুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ চার্জশিট আদালতে জমা দেন। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে।
উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার যেসব মামলা ছিল তার মধ্যে ৯টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী নগরীতে জুলাই অভ্যুত্থান চলার সময় নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। হত্যা মামলা দুটির একটি হলো বোয়ালিয়া থানার মামলার নম্বর ১৫ (আলী রায়হান হত্যা মামলা)। এই মামলায় ১২৭ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। অপর একটি মামলা নং ৩৩ (সাকিব আনজুম হত্যা মামলা)। এই মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে।
গাজিউর রহমান বলেন, তদন্তে আমরা মিডিয়াসহ বিভিন্ন জায়গা থেকে পাওয়া ভিডিওগুলো গুরুত্ব দিয়েছি। পাশাপাশি বিভিন্ন প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ও আমাদের সোর্স দিয়ে এই অভিযোগটিপত্রটি প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে আদালতে প্রমাণযোগ্য অকাঠ্য তথ্য ও প্রমাণের বিশ্লেষন করেই অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আদালতে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এগুলো নিয়ম অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা সম্ভব।