‘পিআর বুঝি না, তবে এটা যে ষড়যন্ত্র- তা বুঝি’

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুইয়া বলেছেন, ‘পিআর কি সেটা বুঝি না, তবে এটি যে ষড়যন্ত্র—সেটি ঠিকই বুঝি।’
আজ বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মোবাশ্বের আলম ভুইয়া।
মোবাশ্বের আলম বলেন, ‘আমরা দেখছি জামায়াত ও এনসিপি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না। বিএনপি আগের তুলনায় অনেক সুসংগঠিত ও শক্তিশালী। সারা দেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও বিএনপির ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।’
মোবাশ্বের আলম ভুইয়া আরও বলেন, নির্বাচন আসার আগে সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের লোক। সবাই ধানের শীষের লোক। যত গ্রুপিং করার করেন। তবে সবাইকে বলব, ধানের শীষেই ভোট চান। গ্রুপিং করে কুমড়া মার্কা নিয়ে নির্বাচন করতে এলে জনগণ তখন ভোট দেবে না।
এর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নাঙ্গলকোট উপজেলা, লালমাই উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা থেকে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য স্লোগান দেন।