প্রসবের পর নবজাতক ফেলে পালালেন মা, বিপাকে বাবা

নওগাঁর মান্দায় জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এক নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন শিশুটির বাবা তৌহিদ ইসলাম (২৫)।
এ ঘটনায় শুক্রবার (২৯ আগস্ট) সকালে তিনি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তৌহিদ ইসলাম মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মান্দা উপজেলার সাহাপুর (ফজিদারপাড়া) গ্রামের বাসিন্দা সাথী আক্তারকে বিয়ে করেন।
তৌহিদ জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে মান্দার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবের মাধ্যমে স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তিনি ওষুধ আনতে গেলে ফিরে এসে দেখেন, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে পালিয়ে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সাথী আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য ছিল। তিনি সন্তান নিতে চাননি এবং স্বামী তৌহিদের সঙ্গেও আর সংসার করবেন না। তাই নবজাতককেও লালন-পালন করতে রাজি নন।
মান্দা থানার পরিদর্শক (এসআই) সামছুর রহমান জানান, তৌহিদ ইসলামের লিখিত অভিযোগ পেয়েছি। সাথী আক্তার জানিয়েছেন, তিনি স্বামী ও সন্তান দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে চান না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।