ফরিদপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক এবং ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে তারা। এতে দুই মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীরা বলেন, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আমরা ভাঙ্গা উপজেলার মানুষ এক পরিবারের মতো বসবাস করি। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ দুটি ইউনিয়ন নগরকান্দার সঙ্গে যুক্ত করেছে, যা আমরা মানি না।
তারা দাবি জানান, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সঙ্গে যুক্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চলবে বলেও তারা হুঁশিয়ার করেন।
অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও আটকা পড়ে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের জেরেই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।