বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগনেতা আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নিষিদ্ধ ছাত্রলীগনেতা ইমরান হোসেনকে (২৮) আটক করেছে পোর্ট থানার পুলিশ। আটক ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। তিনি যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।
ওসি রাসেল মিয়া জানান, রাতে ওই ছাত্রলীগনেতা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে আটক করে। পরে তাকে পোর্ট থানা-পুলিশের কাছে সোপর্দ করে। ইমরানকে শনিবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, ছাত্রলীগনেতা ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দেন। এছাড়া গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল।