ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের দাবি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা মহাপরিকল্পনার কাজ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে উদ্বোধন এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। এ সময় তিনি বলেন, সরকারকে অবশ্যই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করতে হবে এবং আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত একটি চুক্তি করার আহ্বান জানান। তারা বলেন, তিস্তা নদীর শাখা, প্রশাখা ও উপ-শাখাগুলোকে দখলমুক্ত করে সচল রাখতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এম. আলমগীর কবির (খোকন) এর সঞ্চালনায় এবং মো. মুহসিন আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী, বখতিয়ার হোসেন শিশির, মশিউর রহমানসহ অনেকে।