সাকিবকে ছাড়িয়ে ইতিহাস গড়ার হাতছানি মুস্তাফিজের সামনে
বাংলাদেশের পেস বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ঘুড়িয়ে দেওয়ার নয়ক তিনিই। বাঁহাতি এই পেসার সর্বশেষ ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছেন। এতেই টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন সাকিব আল হাসানের সাথে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।
ভারতের বিপক্ষে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) আর একটি উইকেট পেলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যাবেন। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে তুলে নিয়েছেন ১৪৯ উইকেট। মুস্তাফিজের তাকে ছুঁতে লেগেছে ১১৭ ম্যাচ।
এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তিনজন বোলারই এই কীর্তি গড়তে পেরেছেন।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে ১১৭ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেখানে ১১৬ ইনিংসে ৭.২৯ ইকোনমি রেট এবং ২০.৫৭ গড়ে তুলে নিয়েছেন ১৪৯ উইকেটে। এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার এবং চার উইকেট তুলে নিয়েছেন তিনবার। ২০২৪ সালের মে-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ১০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং।
টি-টোয়েন্টিতে মুস্তাফিজের অভিষেক হয় ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে সময়ের ব্যবধানে এই সংস্করণে সেরাদের কাতারে উঠে এসেছেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চমস্থানে আছেন ৩০ বছর বয়সী মুস্তাফিজ। এই সংস্করণে ১০৩ ম্যাচে ১৭৩ উইকেট তুলে নিয়ে শীর্ষে আছেন আফগান লেগস্পিনার রশিদ খান।