গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দম্পতিসহ নিহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের ওবায়দুর রহমান শেখ (৪৮), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ছয় যাত্রী মারাত্মক আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে বাকি আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক আফতাব জিলানী ব্যবসায়ী ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত রুমা খানমের ১০ বছরের শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গা হাইওয়ে ট্রাফিক সার্জেন্ট রাসেল মিয়া বলেন, নিহত মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর নিহত ওবায়দুর রহমান শেখ ও রুমা খানমের মরদেহ গোপালগঞ্জ হাসপাতালে রয়েছে।