উলিপুরে বজ্রাঘাতে নিজ ঘরেই প্রাণ গেল দম্পতির

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রাঘাতে নিজ ঘরেই স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সাহেবের আলগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বৃষ্টি শুরু হলে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম নিজেদের টিনের ঘরেই অবস্থান করছিলেন। একই বাড়ির পাশের একটি ঘরে ছিল তাদের তিন সন্তান। রাত ৮টার দিকে হঠাৎ বজ্রপাত হলে জাহাঙ্গীরের টিনের ঘরে সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে, পাশের ঘরে থাকা তিন সন্তান সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ রয়েছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, নিহত দম্পতি কৃষি কাজ করেই সংসার চালাতেন। তাদের চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এই ঘটনায় বাকি সন্তানরা বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেল।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।