খাগড়াছড়ি-গুইমারার সহিংসতায় পুলিশের ৩ মামলা
খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এর মধ্যে খাগড়াছড়ি সদরে একটি এবং গুইমারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গীনালা এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) অবরোধ চলাকালে জেলা শহরের সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এসআই শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এই মামলায় পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন এসআই ইমাম হোসেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গুইমারা উপজেলায়ও হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় তিনজন নিহত হন। গুইমারার সহিংসতায় তিনজনের নিহতের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা এবং পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এই দুটি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
খাগড়াছড়িতে এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুযায়ী এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।