লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু!

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত নারী সুশীলা কর্মকার (৫৫), তিনি মৃত ভেললো কর্মকারের স্ত্রী। অভিযুক্ত ছেলে হলেন নিমাই কর্মকার (২৮)।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। এই নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে নিমাই স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাতও করেন।
খবর পেয়ে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে এগিয়ে গেলে নিমাই ক্ষিপ্ত হয়ে তার ওপরও ছুরি চালায়। এ সময় ছোট ভাই কানাই মাকে রক্ষা করতে এলে তাকেও ছুরিকাঘাত করে নিমাই। স্থানীয়রা গুরুতর আহত সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।’