ঝালকাঠিতে চার বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় চার বছরের এক কন্যা শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে। গত ১ অক্টোবর ঘটনাটি ঘটে। পরে গত শনিবার (৪ অক্টোবর) ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেন শিশুটির নানা।
ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির মাথার ডান পাশে আঘাত রয়েছে এবং হাড় ভাঙেছে।
শিশুটির খালা বলেন, ভাগনির যখন এক বছর তখন (২০২৩ সাল) আমার ছোট বোন মারা যায়। এরপর থেকে ভাগনি আমার কাছেই থাকে। আমাকে ‘মা’ বলে ডাকে। এই বিষয়টিই কখনো মেনে নিতে পারেনি ওর বাবা ও সৎমা। মাঝে মাঝে মেয়েকে বাড়িতে নিয়ে যেত, পরে আবার দিয়ে যেত।
শিশুটির খালার অভিযোগ, গত ১ অক্টোবর ভাগনিকে তার বাবা ও সৎমা মিলে মারধর করে। হাসপাতালে গিয়ে দেখতে পান, রাইসার চোখে রক্ত জমে আছে ও মাথা-চোখ ফুলে গেছে।
রাইসার নানি বলেন, আমার নাতনিকে এমনভাবে মেরেছে যে, সে এখনো ব্যথায় ছটফট করে। চোখে রক্ত জমে ফুলে গেছে। ছোট্ট মেয়েটা এখনো ভয় পায়—বাবার নাম শুনলে কাঁপে। আমি বিচার চাই।
অভিযোগের বিষয়ে শিশুটির বাবা বলেন, খালাকে ‘মা’ বলে ডাকায় আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই কিন্তু তাকে মারধর করিনি। সে বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আমার মেয়েকে চিকিৎসা দিয়ে ওর খালার কাছে রেখে এসে পেশাগত কাজে খুলনা যাই। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমি নাকি আমার মেয়েকে মেরে রক্তাক্ত করেছি।
এদিকে শিশুটির নানা বলেন, অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত এটি মামলা হিসেবে রেকর্ড হয়নি। পুলিশ শুধু খোঁজখবর নিয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। পুলিশের একটি টিমসহ আমি ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।