আজ হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/15/hili.jpg)
বাংলাদেশের ৪৬তম জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছবি : এনটিভি
বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
আজ রোববার সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ এবং অপরদিকে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। প্রতিবেশী দুই দেশের জাতীয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।’
আব্দুল আজিজ আরও বলেন, ‘তবে আগামীকাল থেকে আবার শুরু হবে বন্দরের সব কার্যক্রম।’