ইফাদ অটোর মুনাফা কমেছে ৩৮%

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (গত বছরের জুলাই-ডিসেম্বর) শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোর কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩৮ দশমিক ৫১ শতাংশ। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে নয় কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৫৮ পয়সা।
গত বছরের অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ৩৮ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা ছিল চার কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ৫০ পয়সা।
শেয়ারবাজারে ৫ ফেব্রুয়ারি লেনদেন শুরু হয় ইফাদ অটোর। প্রকৌশল খাতের এ কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা দামে দুই কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৪ টাকা ১২ পয়সা।