লেনদেন ও সূচকে ঊর্ধ্বগতি

আর্থিক খাতের শেয়ারের লেনদেন ও দরে উন্নতি না হলেও পাঁচ কার্যদিবস শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন বেড়েছে ৪৭ কোটি টাকা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তিন কোটি ৫৬ লাখ টাকা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে। মূল্যসূচকে প্রভাব বিস্তারকারী ব্যাংকিং খাতের ৩০ কোম্পানির মধ্যে আজ ছয়টি কোম্পানির দাম বেড়েছে। আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। বাকি কোম্পানিগুলোর দাম কমেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে নয়টির, অপরিবর্তিত ছিল পাঁচটির এবং বাকি কোম্পানিগুলোর দাম কমেছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালে আগের বছরের চেয়ে সাধারণ বিমা খাতের প্রবৃদ্ধি ৬ শতাংশ কমেছে। গত বছর এ খাতের ৪৫টি কোম্পানির গড়ে দুই হাজার ২৭১ কোটি টাকা প্রিমিয়াম এসেছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ খাতের কোম্পানিগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে।
ডিএসইতে আজ মোট ৩১১টি কোম্পানির ছয় কোটি ২৯ লাখ ১৩ হাজার ৬৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৬৮ কোটি এক লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৯১ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ছয় পয়েন্ট বেড়ে ১৭৪৯.৬৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে ১১২০.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১১টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো ইফাদ অটোস, এসিআই, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, আমরা টেকনোলজিস ও এনবিএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো এসিআই ফর্মুলেশন, ম্যাকসন স্পিনিং, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, পিএফ প্রথম মিউচুয়াল ফান্ড, এসিআই, ওয়াটা কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স, ডেল্টা লাইফ, গ্রীন ডেল্টা ও নর্দার্ন জুট।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হলো ইফাদ অটোস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, রিলায়েন্স ইনস্যুরেন্স, কেঅ্যান্ডকিউ, শাহজিবাজার পাওয়ার, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, সপ্তম আইসিবি ও ঢাকা ডাইং।