আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪২৯ কোটি টাকা

বাজেট-পরবর্তী কার্যদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪২৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ সময়ে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, লেনদেনের শুরু থেকেই ক্রয়াদেশ বাড়তে থাকে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
বাজেট ঘোষণার দিন ডিএসইতে লেনদেন হয় ৪৯৯ কোটি টাকার সিকিউরিটি। ওই দিন ডিএসইএক্স বাড়ে ৪ পয়েন্ট।
আজ এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে সামিট পাওয়ার, বেক্সিমকো, খুলনা পাওয়ার, বেক্সফার্মা ও বাংলাদেশ সাবমেরিন কেবল।