ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

এক সংশোধনের পর আজ সোমবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
ডিএসইতে আজ ৩১১টি কোম্পানির নয় কোটি ৩০ লাখ ৫০ হাজার ৭৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩১৮ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ৪৯৩ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৩৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির।
ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের চেয়ে ২৪.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭৭.৫৬ পয়েন্টে। ডিএস-৩০ মূল্যসূচক ১০.৩৮ পয়েন্ট বেড়ে ১৭৩০.৮৭ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৪৬ পয়েন্ট বেড়ে ১০৯৪.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ২৮ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
ডিএসইতে আজ লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইডেট এয়ারওয়েজ, হাইডেলবার্গ সিমেন্ট, কেপিসিএল, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, সামিট পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার ও আরএকে সিরামিকস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো হাক্কানী পাল্প, এটলাস বাংলাদেশ, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, বিএসআরএম স্টিল ও সামিট পাওয়ার।
এ ছাড়া বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো এফবিএফআইএফ, গ্রীন ডেল্টা, আইসিবি ১ম এনআরবি, শ্যামপুর সুগার, অগ্রণী ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।