মুনাফা তুলে নেওয়ার প্রবণতা প্রবল

টানা দাম বাড়ায় সংশ্লিষ্ট শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তীব্র হয়েছে। এতে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ শেয়ারের দাম কমেছে। তবে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ বিক্রির চাপ বাড়ায় বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচকের বড় পতন হয়েছে।
উভয় শেয়ারবাজারেই আজ লেনদেনের শুরু থেকেই বিক্রির চাপ বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
হরতাল-অবরোধের মধ্যেও রাজধানীর ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য উপস্থিত ছিল। তবে তারা শেয়ার কেনার চেয়ে বিক্রির করেন বেশি।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রপ্তানি আদেশ কমে যাওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ খাতের ৩৮টি কোম্পানির মধ্যে আজ ১০টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। বাকিগুলো দাম হারিয়েছে। এ ছাড়া ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত ও বীমা খাতের সিকিউরিটির বড় দরপতন হয়েছে। ডিএসইতে আজও ছোট মূলধনি ও দুর্বল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বেশি।
ডিএসইতে আজ মোট ৩১৩টি কোম্পানির আট কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৮০ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৬৭৫ টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৬০ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের চেয়ে ৬১.৭০ পয়েন্ট কমে ৪৭৬৯.৪৭ পয়েন্ট দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৪.৬৫ পয়েন্ট কমে ১৭৭৫.১১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২৯.৭৯ পয়েন্ট কমে ১১৩২.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, আমরা টেকনোলজিস, এমজেএল বিডি, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা ও আরএকে সিরামিক।
দামা বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো বঙ্গজ, বিডি কম, শাহজালাল ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, ফাস্ট আইসিবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া ।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, সমতা লেদার, পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।