পেনিনসুলার ইজিএম ২ মার্চ

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার ও এর বাস্তবায়নের মেয়াদ পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম অহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ৩ ফেব্রুয়ারি ডিএসইর ওয়েবসাইটে এ সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কোম্পানিটির ইজিএম অয়োজন করা হবে চট্টগ্রামে পেনিনসুলা চিটাগংয়ের ধলিয়া হলে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে আট কোটি ২৮ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৩ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল পাঁচ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস ৫১ পয়সা।
২০১৪ সালের হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে মুনাফা হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা, ইপিএস ২ টাকা ৭০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৬৩ পয়সা।
শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ২০ পয়সা। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ২২ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ২৫ টাকা ১০ পয়সা। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৬ টাকা ৫৮ পয়সা।