ঢাকা ব্যাংকের এজিএম ১৩ মে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ মে রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৯ পয়সা ও শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৮২ পয়সা।
এর আগের হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯৮ কোটি ১৫ লাখ টাকা, ইপিএস ৩ টাকা ৬৬ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২২ টাকা ২৫ পয়সা।
কোম্পানিটি সার্ভিল্যান্স রেটিংয়ে দীর্ঘ মেয়াদে ‘এএ-’ ও স্বল্প মেয়াদে ‘ইসিআরএল-২’ হিসেবে বিবেচিত হয়েছে। কোম্পানিটির গত বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইরমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ১৪ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪.১৭।