আড়াই ঘণ্টায় ৪১০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার আড়াই ঘণ্টায় ৪১০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল।
পাঁচ কার্যদিবস পর আগের দিন সূচক কিছুটা সংশোধন হলেও আজ আবার চাঙ্গা ভাব এসেছে শেয়ারবাজারে। আড়াই ঘণ্টায় ডিএসইএক্স ২৯.১৪ পয়েন্ট বেড়ে ৪৩৫৫.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুটি সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে।
লেনদেনের শুরু থেকে সূচক বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টায় শেয়ার বিক্রির চাপ সৃষ্টি হয়। এতে সূচকের নিম্নগামী প্রবণতা দেখা যায়। তবে আবারো ক্রয়াদেশ বাড়লে সূচক বাড়তে থাকে।
এ সময়ে লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি শেয়ারের দাম।
আজ এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ সাবমেরিন কেবল ও বেক্সিমকো।