ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
বিনিয়োগ পুনর্বিন্যাস ও স্বল্প মেয়াদে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে এ ধরনের মিশ্রাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁদের মতে, শেয়ারবাজার থেকে সরে থাকা বিনিয়োগকারীরা বিনিয়োগে ফিরছে। বেশির ভাগ শেয়ারের দাম কয়েক দিন টানা বাড়ায় সংশ্লিষ্ট শেয়ার থেকে মুনাফা তুলে নিচ্ছেন অনেকেই।
ডিএসইতে আজ ২৯৯টি কোম্পানির ১৭ কোটি ৩৩ লাখ ২২ হাজার ১৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৬৯ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৯১৫ টাকা, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ২৭.৭৭ কমে দাঁড়িয়েছে ৪৩১৪.৮৯। ডিএস-৩০ মূল্যসূচক ১১.৯৬ পয়েন্ট কমে ১৬২৩.৭১ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে ১০৪৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৫৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে তিন কোটি ৮৬ লাখ টাকা। লেনদেন হওয়া মোট ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফর্মুলেশন, ওয়েস্টার্ন মেরিন, কেপিসিএল, এসিআই লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, এমজেএল বিডি, ইফাদ অটোস, বারাকা পাওয়ার ও বিএসসিসিএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- নিটল ইনস্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিডস, ফারইস্ট কেমিক্যাল, এসিআই ফর্মুলেশন, আরগন ডেনিমস, জিবিবি পাওয়ার, মেঘনা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার ও ন্যাশনাল পলিমার।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো- রেনেটা লিমিটেড, এসিআই লিমিটেড, বে লিজিং, ঢাকা ইনস্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যানাল লিজিং, ফারইস্ট নিটিং, বিডি ওয়েল্ডিং ও রিলায়েন্স ইনস্যুরেন্স।