পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নাফিজ সরাফত
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী নাফিজ সরাফত। ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত এক সভায় তার এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
পদত্যাগ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপেক্ষিত বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে।
তার পদত্যাগের কারণে পদ্মা ব্যাংকের বতমান পর্ষদ ভেঙে দেওয়া হয়নি জানিয়ে মেজবাউল হক বলেন, যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি পাবেন আফজাল করিম।