শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা

অনেকেই শূন্য করের রিটার্ন দেয়, তাদের আয় আছে কিন্তু তারা রিটার্ন দেয় না। এটা কমাতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা একবারে সিঙ্গেল রেটে আসতে পারব না।
আজ রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও।
আইএমএফের মূল কনসার্ন হলো রেভিনিউ জেনারেট ও বাজেটের আকার কত হবে, ডেফিসিট কত হবে, আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব নিয়ে সামনে আরও আলাপ হবে। বাংলাদেশের লোন রেভুলেশন নিয়ে কথা হয়েছে। খারাপ লোনগুলো কীভাবে কী হবে, সেটা নিয়ে একটি আইন করেছি, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে।
দেশের বর্তমান অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ বলেছে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল আছে। তবে সঠিক দিকেই আছে। সামনে এগিয়ে যাচ্ছে। তারা এই বিষয়গুলো দেখবে। তারা বলেছে এ মুহূর্তে বাংলাদেশের সরকার স্থিতিশীল রয়েছে।
রাজস্ব খাতে আইএমএফ কী চায় এমন প্রশ্নে তিনি বলেন, রেভিনিউতে আমাদের লিকেজ আছে। সেটা কমাতে হবে। জিডিপির রেশিও কমাতে হবে। কর আওতা বাড়াতে হবে। অনেকেই আছে শূন্য করের রিটার্ন দেয়, তাদের আয় আছে কিন্তু তারা রিটার্ন দেয় না। এটা কমাতে হবে। ভ্যাটের সিঙ্গেল রেটের এক প্রশ্নে তিনি বলেন, সিঙ্গেল রেটের বিষয় আমরা চেষ্টা করব। তবে আমরা একবারে সিঙ্গেল রেটে আসতে পারব না।