এনবিআরে সকাল থেকে চলছে কর্মবিরতি

এনবিআর ভবন। ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
আজ রোববার (২৫ মে) এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।