ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি : ড. আনিসুজ্জামান
ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান।
আজ মঙ্গলবার (২৭ মে) রাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভি ও এফবিসিসিআই আয়োজিত‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ড. আনিসুজ্জামান বলেন, ‘প্রথমে বলা হলো ভঙ্গুর অর্থনীতি। প্রেজেন্টেশনে বলা হলো, আমরা ভঙ্গুর অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারিনি। আমি সম্মানের সঙ্গে তা ডিফার করতে চাই। আমি বলছি, আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।’
গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাজেট নিয়ে এনটিভির এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন।