নোবিপ্রবির উপ-উপাচার্য হলেন জবির ছাত্রকল্যাণ পরিচালক বাকী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আব্দুল বাকী। ছবি : এনটিভি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আব্দুল বাকীকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাকীকে নোবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি এই পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং এই পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগসুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ড. মো. আব্দুল বাকীকে ২০১৮ সালের মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।