চট্টগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উদযাপন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
শুরুতে একটি শোভাযাত্রা নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিতে জাদুঘরের ভূমিকা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার। সেমিনারে মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বিজ্ঞান শিক্ষার গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রামের সাবেক ও বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন বক্তব্য দেন।