মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে জাবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী মো. সোহাগ ওরফে চাঁদ মিয়াকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, প্রধান ফটক হয়ে গোবিন্দগঞ্জ বাজার পর্যন্ত যায় এবং সেখান থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। পরে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ’, ‘মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ -এই স্লোগানগুলোর মাধ্যমে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রকম্পিত করে তোলে।
গণিত বিভাগের শিক্ষার্থী আবু সায়েম বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা গেছে, হত্যার পরও মরদেহের ওপর নাচানাচি করেছে দুর্বৃত্তরা। এটা কোনো সভ্য সমাজের চিত্র নয়। ছাত্রসমাজ এসব পাশবিক ঘটনার কাছে মাথানত করবে না। আমরা চাই না এ দেশে আবারও নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠুক।’
গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় যুবদল নেতা মঈনসহ পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।