ইন্দোনেশিয়ায় বিক্ষোভের জেরে প্রেসিডেন্টের চীন সফর বাতিল

রাজধানীর বাইরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সবিয়ান্তো চীন সফর বাতিল করেছেন। একইসঙ্গে সহিংসতা বাড়ার উদ্বেগ জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের লাইভ সম্প্রচার ফিচার সাময়িকভাবে বন্ধ করেছে।
শনিবার (৩০ আগস্ট) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, জনগণের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ ও সমাধানের পথ খুঁজতে প্রেসিডেন্ট চীন সফর বাতিল করেছেন। প্রাবোয়োর চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। খবর আল জাজিরার।
সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে সংসদ ভবনে অগ্নিসংযোগে অন্তত তিনজন নিহত হয়েছেন। বিক্ষোভ শুরু হয়েছিল সোমবার জাকার্তায়, সংসদ সদস্যদের অতিরিক্ত ভাতা ও বিলাসবহুল সুবিধা নিয়ে। সমালোচকরা বলছেন, ৫ কোটি রুপিয়াহ মাসিক ভাতা জনগণের দুরবস্থার সময়ে অযৌক্তিক ও অসংবেদনশীল।
বিক্ষোভ আরও তীব্র হয় বৃহস্পতিবার ২১ বছর বয়সী রাইড-শেয়ার চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ি চাপায় নিহত হওয়ার পর। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

শনিবার তিনটি প্রাদেশিক সংসদ ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। কিছু এলাকায় লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজধানী জাকার্তা ও বালিতেও বিক্ষোভে টিয়ারগ্যাস ব্যবহার করেছে পুলিশ।
এদিকে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংস পরিস্থিতির কারণে তারা নিরাপত্তার স্বার্থে ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ রেখেছে। দেশটিতে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ১০ কোটির বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্দোনেশিয়া শাখা বলছে, সরকার প্রকৃত সমস্যার সমাধানের চেয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণ ও বর্ণনাকে নিয়ন্ত্রণে রাখতে বেশি গুরুত্ব দিচ্ছে।