জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে সেনাপ্রধান বরাবর চিঠি পাঠিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিদুল আলম বলেন, নির্বাচনের দিন, এর আগের দিন ও পরের দিন সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে আমরা এখনো সাড়া পাইনি। এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা আলোচনা করেছি।
এদিকে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। গত ১৮ ও ১৯ আগস্ট জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ৩২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বিকেল চারটা পর্যন্ত।